পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন ফরম ক্রয় করলেন মোঃ ফোরকান বিশ্বাস


এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন জননেতা মোঃ ফোরকান বিশ্বাস।
আসছে আগামী ৩০শে জানুয়ারী ২০২১ইং তারিখে টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করলেন সরকারী শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র/ছাত্রী সংসদের সাবেক ভিপি, টুঙ্গিপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার, সাবেক সাধারণ সম্পাদক টুংগীপাড়া পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ-সম্পাদক জনাব মোঃ ফোরকান বিশ্বাস (বি.এ)। সোমবার দুপুর ১২:৪৫ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ, সভাপতির কার্যালয়, বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডী, ঢাকা-১২০৫ থেকে তাঁর পক্ষে পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সুলতান মোল্লা, পাটগাতী বাজার বনিক সমীতির সাংগঠনিক সম্পাদক মোঃ জানে আলম শেখ, বিএম এনামুল হক কালু, যুবলীগ নেতা মোঃ রমজান শরীফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মাসুদ মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রী সংসদের উপ-আইন বিষয়ক সম্পাদক বিএম শরিফুল হক সবুজ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান সাহেদ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের কার্য-নির্বাহী সদস্য মোঃ শামীম হাসান ছাদ্দাম, টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম শামীম, শ্রমীকলীগ নেতা মোঃ সালিম বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মনোনয়ন পত্র ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মুরব্বীয়ান ও সমর্থকগোষ্ঠী। মনোনয়ন পত্র ক্রয়ের আগে নেতাকর্মী ও সমর্থকগোষ্ঠী মিছিল সহকারে দলীয় কার্যালয়ে এসে প্রবেশ করেন।
তিনি মনোনয়ন পত্র ক্রয় শেষে নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, বিএনপি জামায়েত যত ষড়যন্ত্রই করুক না কেন আমরা তাদের বিরুদ্দে রাজপথে আছি রাজপথে থাকব। আগামী ৩০শে জানুয়ারী ২০২১ইং টুঙ্গিপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে এ মনোনয়ন পত্র ক্রয় করলাম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন প্রদান করেন এবং পৌরবাসীর সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন তাহলে তিনি মাদক নিমূল, বেকারত্ব দূরকরণ ও টুঙ্গিপাড়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবেন বলে অঙ্গিকার করেন।
বিগত দিনে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালনের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেন বলে তিনি জানান। তিনি টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক হিসাবে টুঙ্গিপাড়া পৌরসভার সকল নেতা কর্মী সাধারণ জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও দল যদি আমাকে যোগ্য ও একজন সংগ্রামী নেতা হিসাবে মনে করেন, তবে আমাকে দলীয় মনোনয়ন দিবেন বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন আমি মনোনীত হলে টুঙ্গিপাড়া পৌরসভার মাদক নির্মূল, বেকারত্ব দূর, জলাবদ্ধতা দূরীকরণ করে একটি আদর্শ পৌরসভা প্রধানমন্ত্রী ও জনসাধারন-কে উপহার দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।