পৌর নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু

এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ

গতকাল মঙ্গলবার থেকে ২৫টি স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয় থেকে এ ফরম বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে মঙ্গলবার থেকে এখন পর্যন্ত কোন ফরম বিক্রি হয়নি।

দপ্তর সুত্রে জানা গেছে, স্থানীয় পর্যায় থেকে মনোনীত ব্যক্তিদের কাছেই ফরম বিক্রি করা হবে। এজন্য মনোনয়ন প্রত্যাশীদের স্থানীয় পর্যায় থেকে দেয়া চিঠি প্রর্দশন করতে হবে। এক্ষেত্রে সবোর্চ্চ তিনজনকে ফরম কেনার অনুমতি দেবার নিয়ম রয়েছে। ফরম সংগ্রহ করতে আসা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কার্যালয়ে আসতে বলা হয়েছে।

২৭শে নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ফরম বিক্রি কার্যক্রম চলবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *