পৌর এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা
গোপালগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
আগামী ৭ জানুয়ারী ২০২৪ খ্রি. অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে তিনি গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জুবায়ের হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।