টুঙ্গিপাড়ায় পৌর পানির লাইনের পাইপ ফেটে কোটি কোটি টাকার রাস্তা নষ্ট হলেও এদিকে নজর নেই কর্তৃপক্ষের। পিরোজপুর টু ঢাকা মহা-সড়কে টুঙ্গিপাড়া পৌর বঙ্গবন্ধু গেইট সংলগ্ন রাস্তায় পৌরসভার পানির পাইপ ফেটে দীর্ঘদিন থেকে প্রতিনিয়ত পানি বের হচ্ছে।
এমন অবস্থা দীর্ঘদিন ধরে চলছে। এতে করে মূল্যবান রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। পিরোজপুর/বাগেরহাট/গোপালগঞ্জের জনগণের চলাচলের সুবিধার্থে হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তা বড় করেছে এবং সুন্দর করে কার্পেটিং করেছে।
রাস্তা করার কিছুদিনের মধ্যেই রাস্তা ফেটে পানি বের হতে দেখা যায়। পানির লাইনের গ্রাহক সংযোগ টানার গাফলতির কারণে রাস্তা নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। ফলে জনগণেরও দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এ অবস্থায় পানির পাইপ লাইন মেরামত করার দাবী জানান একাধিক পথচারী ও স্থানীয় জনগণ।
এলাকায় পথচারী লিটন, ইসলাম, সোহেল, লিমন ও মিজানসহ আরো অনেকে বলেন, এখানে বেশ কিছুদিন ধরে রাস্তা ফেটে পানি বের হচ্ছে। তারা আরো বলেন দ্রুত পানির লাইন মেরামত না করলে রাস্তার এই অবস্থা হতেই থাকবে এবং দূর্ঘটনার স্বীকার হবে স্থানীয় জনগণ। আর যত দেরিতে হবে তাতে রাস্তাসহ পানির লাইনের মেরামতের ব্যয়ও বাড়বে। তাই তারা অতিদ্রুত মেরামত করার জোর দাবী জানান।