পূর্ব শত্রুতার জের ধরে ঘরবাড়ি ভাঙচুর,লুটপাট ও লুটপাট মারধরের ঘটনা ঘঠেছে।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রামচন্দ্রপুরগ্রামে গত (৫/১১/২২) শনিবার বিকালে আকবর শেখ এর বাড়ী সহ পাঁচটি বাড়ীঘর ভাংচুর করে এবং দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে ছয় জন আহত হয়। এসময় এমদাদুল ফকির,কামিন ফকির ,রাবেয়া বেগম, রুমি বেগম ও জীবন শেখ মারাক্ত ভাবে আহত হলে, তাদেরকে মুকসুদপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এ বিষয়ে মকসুদপুর থানায় ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গ্রাম্য দলাদলি নিয়ে পূর্ব শত্রুতা থাকায় পূর্ব পরিকল্পিতভাবেই গত ৫/১১/২২ শনিবার বিকালে পাশে গ্রাম ডহর দুর্গাপুর এর ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় অস্ত্র ও গাছের গুড়িদিয়ে ভাংচুর চালানো সহ স্বর্ণ ও নগদ অর্থ লুট করে। এ ঘটনায় দেলোয়ার ফকির(৬২) বাদী হয়ে, ১নং মোশারফ হোসেন মিয়া (৬৫) কে (হুুকুমদারী আসামী), এবং ২নং আবুল বাশার ওরফে বাট্টু সহ মোট ৩৩ জন কে অভিযুক্ত করে, মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে মুকসুদপুর থানায় মামলার প্রক্রিয়া ধীন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *