গত ১৬ সেপ্টেম্বর ২০১৮ খ্রিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের শুভ উদ্বোধনের পর হতে যাত্রা শুরু করে নানাবিধ সীমাবদ্ধতার (বিশেষ করে স্থাপনা ও যানবাহন) মধ্যে চলেও এই স্বল্প সময়ে অত্র ইউনিটটি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর সততা, দক্ষতা, অভিনব কর্মকৌশল এবং জনসম্পৃক্ততা আরপিএমপিকে একটি জনসেবামূলক মানবিক প্রতিষ্ঠানে পরিনত করেছে।
পুলিশ কমিশনার মহোদয়ের সৎ ও সুদক্ষ ব্যবস্থাপনায় নিজস্ব অর্থায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশে অদ্য ১৭/১২/২০২০ খ্রিঃ আরও ০২ (দুই) টি গাড়িসহ মোট ০৮ (আট) টি গাড়ি সংযোজিত হলো।
নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে ক্রয়কৃত এই ০৮ (আট) টি গাড়ীর মধ্যে ০৭ (সাত) টি টাটা হিউম্যান হলার পিকআপ এবং ০১ (এক) টি টয়োটা প্রাইভেট কার। ০৭ (সাত) টি পিকআপ এর মধ্যে কোতয়ালী থানায় ০২ (দুই) টি, তাজহাট থানায় ০১ (এক) টি, মাহিগঞ্জ থানায় ০১ (এক) টি, হারাগাছ থানায় ০১ (এক) টি, পরশুরাম থানায় ০১ (এক) টি ও হাজিরহাট থানায় ০১ (এক) টি। সরকারীভাবে প্রাপ্ত ০৬ (ছয়) টি থানার প্রতিটিতে ০১ (এক) টি করে ডাবল কেবিন পিকআপ এর পাশাপাশি পুলিশ কমিশনার মহোদয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ক্রয়কৃত ০৭ (সাত) টি টাটা হিউম্যান হলার পিকআপ ও ০১ (এক) টি টয়োটা প্রাইভেট কার সংযোজনের ফলে আরপিএমপি’র কোতয়ালী থানায় ০৩ (তিন) টি ও অন্যান্য সকল থানার প্রতিটিতে ০২ (দুই) টি করে গাড়ী হওয়ায় থানা এলাকার আইন-শৃংখলার অভূতর্পূব উন্নতি, জনমূখী পুলিশিং দ্রুত কার্যকর ও থানার অফিসার এবং ফোর্সরাও স্বাচ্ছন্দে ও আরামদায়কভাবে তাদের ডিউটি পালন করতে পারছেন।
টয়োটা প্রাইভেট কারটি একজন সহকারী পুলিশ কমিশনার কর্তৃক ব্যবহৃত হচ্ছে। অদ্য ১৭/১২/২০২০ খ্রিঃ পুলিশ কমিশনার মহোদয় ০২ (দুই) টি হিউম্যান হলার পিকআপ উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) জনাব মোঃ মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) ও সহকারী পুলিশ কমিশনার (সংশ্লিষ্ট জোন) এর উপস্থিতিতে অফিসার ইর্নচাজ, হারাগাছ থানা ও অফিসার ইর্নচাজ, হাজিরহাট থানাকে প্রদান করেন। পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের এ ধরণের উদ্যোগ নিঃসন্দেহে শুধু পুলিশ বিভাগে নয়, আমাদের সমাজেও এক বিরল দৃষ্টান্ত ও অন্যন্য উদাহরণ।