পুলিশ ও সাংবাদিকদের মধ্যে অত্যন্ত বন্ধুসুলভ সম্পর্ক হওয়া উচিত বলে মনে করেন অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

রোববার (১৫ মে) শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে মো. শাহাবুদ্দিন খানের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ও বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা বলেন, বরিশালে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি সাংবাদিক বন্ধুদের কাছে। এখানকার সাংবাদিকরা অনেক সাহসি ও ইতিবাচক। তারা ভালো কাজের প্রশংসা করতে জানে।

এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করে তিনি বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সমাজে ও রাষ্ট্রের সঠিক চিত্র তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা অত্যন্ত চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। এসময় বক্তাদের বক্তব্যে উঠে আসে মো. শাহাবুদ্দিন খান পেশাগত জীবনে একজন মিডিয়া বান্ধব, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন কর্মকর্তা ছিলেন। এজন্য তিনি সবার কাছে প্রশংসিত হয়েছেন। পরে ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্য কামনা করে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *