পুলিশের বিশেষ অভিযানে গোপালগঞ্জে মাদক উদ্ধার সহ ৭৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি
গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২০/০২/২০২২ ইং তারিখ সকাল ০৮ঃ০০ ঘটিকা থেকে আজ রাত ০৮ঃ০০ ঘটিকা পর্যন্ত জেলায় সকল থানা ও ফাঁড়ি একযোগে ১২ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করে।
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ১২ ঘন্টায় বিভিন্ন অপরাধে ০৯ জন ওয়ারেন্টভুক্তকে গ্রেফতার সহ ৭৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি করেছে গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা। এছাড়াও জেলা পুলিশের এই বিশেষ অভিযানে ১ কেজি ২৫ গ্রাম গাজাসহ কাশিয়ানী থানাধীন সিংগা মিয়াজিরকান্দি থেকে শলোমন হালদার ওরফে জয় (৩৮), মৃনাল সরকার (৩৭) এবং কোটালীপাড়ার রাধাগঞ্জ এলাকা থেকে মো. নজরুল শেখ (৪৫) নামক মোট তিন (০৩) মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানান, জেলার দক্ষ ও চৌকস পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।