গোপালগঞ্জে পুলিশের পোশাক ছিড়ে নিলো অটো চালক।


আজ বুধবার ২৩-১২-২০২০ দুপুর ২.৩০ গোপালগঞ্জ লঞ্চ ঘাটে ট্রাফিক পুলিশের ডিউটিতে কর্মরত ছিলেন।জনাব.. অহিদুল ইসলাম (ট্রাফিক পুলিশ) তিনি ডিউটিতে থাকা কালীন সময়ে রাস্তায় অটোরিকশা, মটর সাইকেল সহ যত গাড়ি ছিলো সবাই কে রাস্তায় জ্যাম করতে নিষিদ্ধ করা হয়।
এবং যারা নিষেধ অমান্য করে তাদের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হবে বলে নিষেধ সবাই রাস্তার উপরে গাড়ি রাখতে নিষেধ করেন।
নিষেধ চলা অবস্থায় মোঃআলম(২৪) নামে এক যুবক নিষেধ অমান্য করে রাস্তার মাঝে অটোরিকশা দাড় করিয়ে রাখেন। এবং ট্রাফিক গাড়ি সরাতে বললেও তিনি গাড়ি না সরিয়ে ট্রাফিক অহিদুল ইসলামের সাথে বেয়াদবি করে একপর্যায়ে ট্রাফিক পুলিশের ড্রেস টান দিয়ে ছিড়ে ফেলে। এসময় ট্রাফিক পুলিশ অহিদুল ইসলাম অন্যান্ন পুলিশের সহোযোগিতা নিয়ে আলম কে গ্রেফতার করেন। আসামি আলমের বাড়ি গোপালগঞ্জের বনগ্রামে (বলাকৈর)