ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (নারিকেল গাছ মার্কা) বীর মুক্তিযোদ্ধা একরামুল হক।
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন। তিনি জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নারীকেল গাছ প্রতীক একরামুল হক ৯ হাজার ১৩৩ ভোট পেয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কসিরুল আলম নৌকা প্রতীক ভোট পেয়েছেন দুই হাজার ৭৯০টি। এর আগে সকাল ৮টা থেকে ইভিএম প্রদ্ধতিতে পৌরসভায় নয়টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭ জন। নারী ১০ হাজার ৬৩২ জন