প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৩, ৪:৪০ অপরাহ্ণ
পিরোজপুর-২ আসনে কানাইলাল বিশ্বাসের মনোনয়নপত্র বৈধ

পিরোজপুর-২ আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসের মনোনয়নপত্র বৈধ হয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস। এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের অনুসারীরা উপস্থিত ছিলেন। এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস এমপি হলে দীর্ঘদিনের অবহেলিত এ আসনে উন্নয়নের ছোঁয়া লাগবে বলে উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত