বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরের নির্দেশনা মোতাবেক জুন 2022 মাসকে ফান্ডরাইজিং মাস ঘোষণা করে তহবিল সংগ্রহ কার্যক্রম বেগবান করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয় এ লক্ষ্যে জেলার সাতটি উপজেলার উপদল যুব রেড ক্রিসেন্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয় অদ্য 7/6 /2022 তারিখে রোজ সোমবার পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কমিটির সকল সদস্য ও উপদল নেতা দের দায়িত্ব বন্টন করে কার্যক্রমমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় তহবিল সংগ্রহ মাসের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করেন ইউনিট সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ মোঃ শাহ আলম আরো উপস্থিত ছিলেন ইউনিট নির্বাহী সদস্য জনাব এস এম ফিরোজ রব্বানী, এস এম খালিদ রবি, নুরুল হুদা আলম । ইকবাল মাসুদ ইউনিলেভেল অফিসার পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট , শুভদীপ সিকদার শুভ যুব প্রধান রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট, রেড ক্রিসেন্ট ও নির্বাহী কমিটির সকল সদস্য উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্র করে মাসকে প্রেরিত কুপনের দশটি বই বিতরণ বিক্রয়ের আশাবাদ ব্যক্ত এবং আজীবন সদস্য বৃদ্ধিতে সকলের সহযোগিতা ও ভূমিকা কামনা করা হয়।