পিরোজপুরে স্যানমার্কএস-২ প্রকল্পের অবহিতকরণ সভা

 পিরোজপুরে জেলা প্রশাসন, জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস (আইডিই) এর আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে স্যানমার্কএস-২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঈন উদ্দীন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ৭ নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিই বাংলাদেশ স্যানমার্কএস-২ প্রকল্প ফরিদপুরের ফিল্ড টিম লিডার মো: নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রধানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা পর্যায়ের সহকারি ও উপ-সহকারি প্রকৌশলীগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্বাস্থ্যসম্মত-ল্যাট্রিন উৎপাদনকারিগণ, ল্যাট্রিন ব্যবহারকারি খানার প্রতিনিধিবৃন্দ, প্রাইভেট কোম্পানির প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি স ালনা করেন আইডিই বাংলাদেশ স্যানমার্কএস-২ প্রকল্প বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো: রফিকুল ইসলাম



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *