পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ

পিরোজপুরে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক পিরোজপুর জেলা শাখা। সোমবার (১০ মার্চ) জিয়ানগর উপজেলার টগড়া কামিল মাদ্রাসা ও ইয়াতিমখানায় ৫০ জন ছাত্রদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন জিয়ানগর উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামাত ইসলামের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, টগড়া কামিল মাদ্রাসা ও ইয়াতিমখানার অধ্যক্ষ আব্দুল্লাহ হিল মাহমুদ ,আইএফআইসি ব্যাংকের ম্যানেজার পিরোজপুর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কামাল হোসেন সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *