পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির চারশতাধিক পরিবারের মাঝে- ১৮ লক্ষ টাকা প্রদান


পিরোজপুর : করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট।
আজ শনিবার বেলা- ১১ টায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট টগরা কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ অর্থ প্রদান করা হয়। পাড়েরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দূর্যোগ পূর্নবাসন কর্মকর্তা মো: খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ শাহ আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ইকবাল মাসুদ, কার্যনির্বাহী সদস্য নুরুল হুদা আলম, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শুভদীপ শিকদার শুভ, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুলকার নাইম তীব্র।
কোভিড- -১৯ ক্ষতিগ্রস্থ- ৪ শত পরিবারের মাঝে নগদ সাড়ে চার হাজার টাকা করে মোট -১৮ লক্ষ টাকা প্রদান করা হয়। পিরোজপুর সদর উপজেলার জুজখোলা ও শিকদার মল্লিক ইউনিয়ন এবং ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ও শংকরপাশা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ অর্থ প্রদান করা হয়।