পিরোজপুরে রাস্তার মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

পিরোজপুর সদর উপজেলায় ৯নং ওয়ার্ডে কুমির মারা মৌজা পানি উন্নয়ন বোর্ডের করা ভেরিবাদ থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এতে রাস্তা নষ্ট হওয়ার পাশাপাশি পাশের কৃষিজমি হুমকির মুখে পড়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন,আমাদের ফসলি জমি রক্ষার জন্য পানি উন্নয়ন বোডর্ এই ভেরিবাদ করে দিয়েছেন কিন্তু একটি প্রভাবশালী চক্র রাস্তার উপরে এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) বসিয়ে নদী থেকে ১০০-২০০ ফুট গভীর করে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায় । প্রাতিদিন এখান থেকে অন্তত ২০-৩০ ট্রাক মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও বসতভিটায় ।রাস্তার পাশে কৃষি জমি থেকেও গভীর গর্ত করে মাটি কাটা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে রাস্তাটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
নাম প্রকাশ না করার শর্তে এক চাষী বলেন ,ভূমিদস্যু হোসেন উদ্দিন তালুকদার এর ছেলে মোতালেব তালুকদার এব্ং মৃত চন্দ্রকান্ত ধুপি এর ছেলে রতন কুমার ধুপির নেতৃত্বে ভেরিবাদের মাটি কাটা হয়। তারা দীর্ঘদিন থেকে অবৈধভাবে নদী. রাস্তা . এবং কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে। যে কারণে এই রাস্তাটি আজ প্রায় শেষ পর্যায়। নদীতে জোয়ার আসলেই ফসলের মাঠ পানিতে তলিয়ে যায়।আমার ফসলের জমিসহ বাড়িঘর দুইবার নদীতে ভেঙ্গেছে ।এইভাবে মাটি কাটতে থাকলে আবারও আমাদের বাড়িঘর নদীতে যাবে। আমাদের বাড়িঘর রক্ষা এবং জীবন বাচানোর জন্য প্রশাসনের সাহায্য চাই। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মাহবুবে মওলা মোঃ মেহেদী হাসান বলেন,ভেরিবাদের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *