পিরোজপুরে যথাযথ মর্যাদা জেল হত্যা দিবস পালিত

 আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টি স্মরণ করে। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে সারাদেশে পালিত হয় এ দিবসটি। আজ পিরোজপুর জেলা ও জেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বিকাল পাঁচটায় জেলা ছাত্রলীগের কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুল। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজী রুহিয়া বেগম হাসি, জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিয়া,জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সিকদার চাঁন । জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শফিউল হক মিঠু । জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান অনিক ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের বিরোধী দের জন্য আজ হারাতে হয়েছে দেশের সূর্যসন্তানদের তাদের কার্যক্রম এখনো অব্যাহত আছে। তবে পিরোজপুর জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগ মুক্তিযুদ্ধ বিরোধী ও স্বাধীনতা বিরোধী সকল কার্যক্রমকে প্রতিহতের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *