পিরোজপুরে ভাই এর সম্পত্তি দখলের চেষ্টা

পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামে ভাই এর সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে বড় বোনের বিরূদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী মোঃ ইলিয়াস হাওলাদার বলেন বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও আমার বোন নার্গিস কোন সিদ্ধান্তই মানছে না । উল্টো ইলিয়াস এর বোন নার্গিস তার বিরূদ্ধে থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। স্থানীয় পৌর কাউন্সিলর আঃ হাই হাওলাদার জানান, ইলিয়াসের দাদী উপজেলার কৃষ্ঞনগর মৌজার ২৫১ নং দাগের ২২.৫ শতাংশ ভূমি ইলিয়াসের নামে দানপত্র করে দেন। ইলিয়াস নাবালক থাকায় ঐ সম্পত্তি তার বাবা মোদাচ্ছের আলী ভোগ দখল করতেন।

সেই সুবাদে ভুলবশত ঐ সম্পতি মোদাচ্ছের আলীর নামে রেকর্ড হয়। বর্তমানে এ ভুল প্রকাশ পাওয়ায় ইলিয়াস সদর সহকারী জজ আদালতে ৪৯৭/২০২১ মামলা দায়ের করেন। এখন ঐ মামলার উদ্দেশ্য ব্যহত করতে ইলিয়াসের বোন নার্গিস বিভিন্ন সময় ঐ জমি দখল করার চেষ্টা করছে। এ নিয়ে আমি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও পিরোজপুুর জেলা লিগ্যাল এইড বিভিন্ন সময় সমাধানের চেষ্টা করেছি কিন্তু নার্গিস কোন সিদ্ধান্ত মানছে না।

তাদের আপন বড় মামা মোঃ মজিবুর রহমান শেখ জানান,আমি পারিবারিক সম্পত্তি ভাই-বোনদের মধ্যে সুষ্ঠু বন্টন করার জন্য বহুবার তাদের ডেকেছি আমার ভাগ্নিরা কখন সমাধানের জন্য আমার কাছে আসে নাই। উপরন্ত তারা বিভিন্নভাবে আমার ভাগ্নেকে হয়রানি করার চেষ্টা করে। বাসিন্দা মোঃ মিজান মাতুব্বর জানান কয়েকটি অনলাইনে ইলিয়াসের বিরূদ্ধে ‘পৈত্রিক সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করতে নির্যাতন’ শিরোনামে একটি সংবাদ দেখে আমি ও আমরা বিস্মিত হতবাক হই। ঐ সংবাদে যে তথ্য দেয়া হয়েছে আদৌ এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে উপস্থিত পাড়েরহাট সার্ভেয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলম আমিন বলেন, আমি জায়গা পরিমাপ করতে গিয়েছিলাম দেওয়ানী মোকদ্দমা আছে জানতে পেরে পরিমাপ করতে অস্বীকৃতি জানাই। পরে নার্গিস ও তার বোন পরিমাপ করতে চাইলে স্থানীয়রা বাধা দেয়। এ বিষয়ে নার্গিসের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কথা বলতে অস্বীকার করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *