পিরোজপুরে বাস চাপায় ঝরে গেলো আরেকটি তাজা প্রাণ
পিরোজপুরের মঠবাড়িয়ার গুদিঘাটা নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী রোহান পরিবহনের ধাক্কায় মিলন(-১৮) নামে আবারও এক কলেজ ছাত্রের ঝরে গেলো একটি তাজা প্রাণ । আজ বুধবার(১৮ মে) সকাল আনুমানিক -১০ টায় পিরোজপুর-পাথরঘাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন রাস্তার পাশ দিয়ে হেঁটে কলেজে যাচ্ছিল এমত অবস্থায় চট্টগ্রাম থেকে মঠবাড়িয়া গামী রোহান পরিবহন পিছন থেকে এসে জোর গতিতে ধাক্কা দেয়। এতে করে মিলনের মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । উপজেলার উত্তর মিঠাখালী নিবাসী রুহুল হাওলাদারের ছেলে মিলন।
এই দুর্ঘটনার প্রেক্ষিতে কলেজ শিক্ষার্থীরা ও বিক্ষুব্ধ জনতা রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং ওই বাসটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় হয়। ছাত্ররা তাদের সহপাঠীর মৃত্যুর সঠিক বিচারের দাবি করে এবং মহাসড়কের বিপদজনক স্থানগুলোতে গতিসীমা নির্দিষ্ট করা হোক যাতে ভবিষ্যতে এরকম তাদের আর কোনো সহপাঠীকে হারাতে না হয়। কিছু সময় পরে ঘটনাস্থলে উপস্থিত হন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এবং ঐ কলেজের প্রফেসর মোঃ আনোয়ার হোসেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল জানান, আমরা গাড়িটিকে জব্দ করেছি এবং উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে মিলনের মরদেহ ময়নাতদন্তের জন্য মঠবাড়িয়া থানায় নেওয়া হয়