পিরোজপুরে প্রধানমন্ত্রীর শারদ উপহার বিতরণ
পিরোজপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ অক্টোবর) শনিবার উপজেলা পরিষদ কার্যালয়ের শহীদ ওমর ফারুক মিলনায়তনে সকাল ১১ ঘটিকার সময় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল বিভাগের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীমতি দোলা গুহ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ননী গোপাল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি শ্রীমতি দোলা গুহ সকল পূর্নার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করেন।
তিনি সকল প্রকার সেবা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসসহ দিকনির্দেশনা দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভিরুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলার সভাপতি অধীর কুমার পাল, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ মিস্ত্রি প্রমুখ। এসময়ে বক্তারা ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক শান্তিশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।