পিরোজপুরে নতুন উপজেলা গঠনের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন একটি উপজেলা গঠনের গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আজ রোববার সকালে জেলার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর আওয়ামী লীগ অফিসে এ সংবাদ সম্মেলন করেন। কয়েকটি ইউনিয়ন এবং পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার কিছু অংশ নিয়ে নতুন একটি উপজেলা গঠন করা হবে বলে গুজব ছড়াচ্ছে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যাক্তিবর্গ। এসময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সেলিম মাতুব্বর দাবি করেন,বিগত জাতীয় ও আঞ্চলিক নির্বাচনগুলোতে যেসব আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দল মনোনীত প্রার্থীদের বিরোধীতা করেছিল, তারাই আজ বিএনপি ও জামায়াতের লোকদের সাথে নিয়ে নতুন উপজেলা গঠন করা হবে বলে গুজব ছড়াচ্ছে এবং এর প্রতিবাদের নামে তারা বিভিন্ন মিছিল, মিটিং করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, পরিপত্র অনুযায়ী একটি উপজেলা গঠন করতে কমপক্ষে ৮ টি ইউনিয়ন এবং আড়াই লক্ষ জনসংখ্যা প্রয়োজন্ । কিন্ত নতুন যে উপজেলা গঠন নিয়ে গুজব ছড়ানো হয়েছে তাতে মাত্র ৫ ইউনিয়নের কথা উল্লেখ্য করা হয়েছে। এছাড়াও বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের কেউ অবগত নয়। তিনি দাবি করেন পিরোজপুরের ২জন সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে এ গুজব ছড়ানো হচ্ছে।তাই এ গুজবে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানিয়ে বলেন মঠবাড়িয়ার ভৌগলিক সীমানার কোন পরিবর্তন হবে না।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *