পিরোজপুরে দুইকোটি টাকা মূল্যের -৪টি তক্ষকসহ আটক এক

 পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রায় দুই কোটি টাকা মূল্যের- ৪টি তক্ষকসহ উত্তম হালদার (-২৯) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৮ বরিশাল । রবিবার (-১০ এপ্রিল) সন্ধা -৭ টার সময় নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে- ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে আটক করা হয়৷ উত্তম হালদার(-২৯) উত্তর হুগরা বুনিয়া গ্রামের নিরেন হালদার এর ছেলে। র‌্যাব সুএ:জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে -১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে করে পাচার এ সময় উত্তম হালদারকে -৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত -৪টি তক্ষকের মূল্য প্রায় দুইকোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব আরও জানায়, আটককৃত উত্তম হালদার অনেকদিন যাবত তক্ষক কেনাবেচায় জড়িত। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রস্থতি  চলিতেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *