পিরোজপুরে তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ রবিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম (সেবা), মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মো. জাকির হোসেন, পিরোজপুর জেলা মহিলা পরিষদ সাংগঠনিক সম্পাদক খালেদা বেগম হেনা, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন। প্রধানবক্তা হিসেবে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলম।
বক্তাগণ সরকারের ভিশন-২০৪১ এর লক্ষ্য-উদ্দেশ্য ও অর্জন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, নারীনির্যাতন,ধর্ষণ, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ব্যাপক জনসচেতনাসৃষ্টির প্রয়োজনের উপর গুরুত্ব দেন। তারা সন্তানদের বখে যাওয়া রোধে পিতামাতাসহ পরিবারকেই বিশেষ নজর রাখার আহ্বান জানান।
সমাবেশে পৌরসভার ও সদর উপজেলার বিভিন্ন শেণি পেশার পাশাপাশি কাজী সমিতির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন।
পিরোজপুর সংবাদদাতা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *