পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে কেক কেটে ডিজিটাল সেন্টারের ১ যুগ পূর্তি পালন

 “জনগনের দোরগোড়ায় সেবার ১ যুগ পূর্তি”- উপলক্ষ্যে পিরোজপুরে ডিজিটাল সেন্টারের জন্মদিন পালন করা হযেছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে ১ যুগ পূতিপালন করা হয়। ডিজিটাল সেন্টারের ১ যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাধুরী রায়। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী। অনুষ্ঠানে জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়নের অর্ধশত ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের তথ্য সেবাদানকারী ও উদ্যোক্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, শেখ হাসিনার সরকার দেশে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করে দেয়ায় শিক্ষিত বেকার যুবক ও যুবতীরা এখন আর সরকারি চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা সৃষ্ঠির মাধ্যমে তাদের বেকারত্ব ঘুচিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। এর ফলে বাংলাদেশে আজ ডিজিটাল বিপ্লব সৃষ্টি হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *