আজ সোমবার (৯ অক্টোবর ২০২৩) পিরোজপুর জেলার কাউখালির শিয়ালকাঠি চৌরাস্তায় লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপি ক্যাম্পের উদ্বোধন করেন ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজি ছিদ্দিকুর রহমান, ডোনেট ফর হুড, বিএইচিডআই, এর সহযোগিতায়, এইচিডটি ও বাবুই সমাজিক উন্নয়ন সংস্থা র বাস্তবায়নে, গ্রামিণ জিসি চক্ষু হাসপাতাল এর আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্পে উপস্থত ছিলেন জিসি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আশিকুল ইসলাম রমি , ডা: লুৎফর রহমান ডিএমএফ ডাঃ নাসির উদ্দিন ডিএমএফ, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাছিবুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জিসি হাসপাতালের প্রোগ্রাম অফিসার জি এম ইমরান, বাবুই এর সদস্য নাইম, রনি, এইচডিটির স্বেচ্ছাসেবক মশিউর শান্ত, সাকিব প্রমুখ বাছাই কৃত প্রায় অর্ধশতাধিক ছানি রোগীকে ফ্রি অপারেশনের জন্য বরিশাল জিসি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।