পিরোজপুরে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরের নেছারাবাদে চেতনা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ নভেম্বর) শনিবার বিকেলে পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সহকারী অধ্যাপক ও সভাপতি চেতনা পরিষদ মোঃ জাহিদুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম শামসুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সংবর্ধিত অতিথিরা হলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল রশিদ, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নিজাম উদ্দিন আহমেদ।

এছাড়াও শিক্ষার্থীদের মানবিকতা, সৃজনশীলতা, ও মেধা অন্বেষণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুর রহমান, সাবেক যুগ্ন-সচিব জনাব ড. শ্যামাপ্রসাদ বেপারী, সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ জনাব অধ্যাপক মোঃ শামসুর রহমান ও সমাজসেবা অধিদফতর পিরোজপুর জেলার উপ-পরিচালক মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ। সংবর্ধনা শেষে স্বাস্থ্য সুরক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অসহায় ও দুস্থ্যদের ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *