পিরোজপুরে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার


পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক অজ্ঞাত মহিলার বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকাল -৫ টার সময় ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট আবাসনের কাছ সংলগ্ন নদীর চর থেকে এক অজ্ঞাত নারীর বস্তাবন্ধী লাশ উদ্ধার করা হয়েছে। স্থায়নীয় সূত্রে জানা যায়, আবাসনের ওখানে চরে দুর গন্ধ যুক্ত একটা বস্তা দেখতে পায় সাধারণ মানুষ। বস্তাটার কাছে যেতেই দেখতে যায় একটা অর্ধগলিত নারীর লাশ তখন সাথে সাথে ইন্দুরকানী থানায় ফোন দেয় তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধর করে। ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান বিকাল ৫ টার সময় পাড়েরহাট আবাসন এলাকার নদী ও খালের মোহনা সংলগ্ন চরে বস্তা বন্দি একটি লাশ দেখা গেছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে গত ৪-৫ দিন আগে তাকে কোন স্থান থেকে হত্যা করে বস্তা বন্দি করে এনে নদীতে ফেলে দেয়া হয়েছে। এখনও পরিচয় পাওয়া যায়নি।