প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৩, ১:৩২ অপরাহ্ণ
পিরোজপুরে ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান শপথ নিয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যান রাসেল সিকদারকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) মোঃ জাহিদুর রহমান।
শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক। ডিসি নবনির্বাচিত চেয়ারম্যানের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেওয়া আছে। গ্রাম আদালতের বিচারগুলো যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয়, সেদিকে খেয়াল রাখবেন। ওয়ারিশ সনদ ও নগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন।
ইউনিয়ন জনগণের আশা ও ভরসার স্থল। আপনি সবার জন্য, কে আপনাকে ভোট দিল বা না দিল, তা দেখবেন না। অনুষ্ঠানে সদর ইউনিয়নের নির্বাচিত মেম্বার সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার মৃত্যুবরণ করায় সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারনে চেয়ারম্যান পদটি শূন্য হয়। গত (২৫ মে )২০২৩ নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জনাব মোঃ রাসেল শিকদার ঘোড়া প্রতীক নিয়ে ৫ হাজার ৪ শত ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি জনাব তানভীর হাসান ডালিম পেয়েছেন ৪ হাজার ৫ শত ২৪ ভোট। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত