পিরোজপুরে আশ্রয়ন প্রকল্পের ৩০টি পরিবার পাচ্ছে বিদ্যুৎ সংযোগ
১৭ ইং এপ্রিল ২০২২ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান রয়েছে ৯০ টি ঘরের নির্মাণ কাজ। এর মধ্যে উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নের ৩০টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায় রয়েছে। ঘর গুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য রোববার (১৭ এপ্রিল) সরেজমিনে পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিরি ডিজিএম নিত্য নন্দ কুন্ডু, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, উপ-সহকারি প্রকৌশলী, মো. শাহীন খান, ১১ নং বড় মাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিরি ডিজিএম নিত্য নন্দ কুন্ডু জানান, মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নের নির্মিত ৩০টি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ শিঘ্রই শুরু করা হবে। দ্রুত সময়ের মধ্যেই সকল ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নের ৩০টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায় রয়েছে। সকল কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে এ ঘরগুলো তালিকাভুক্ত পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।