‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই শ্লোগান নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর)সকালে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, টিআইবি এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি মিলনয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, এএনএসআই এর যুগ্ন পরিচালক মো. আব্দুল কাদের, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম আলী। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।