পিরোজপুরে আদালতের বারান্দায় বাদীর ভাইকে মারধর

 পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনের বারান্দায় বাদীর ভাইকে মারধর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সবুজ মীর পিরোজপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালত বিষয়টি তদন্ত করার জন্য পিরোজপুর পিবিআইতে আদেশ দিয়েছেন।

আদালতে করা অভিযোগ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামে বাড়ী সবুজ মীরের। তার বাবার নাম লুৎফর রহমান মীর। বাদী সবুজ মীর এই প্রতিবেদককে জানিয়েছেন একই এলাকার লিজা বেগম, শামীম হোসেন ওরফে জাফরিন, সোহেল, মুন্নি বেগম, আব্বাস, আব্দুল জলিল,মজিতন বিবি এর সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ৯ অক্টোবর আমার ভাই ওলিউর রহমান আমাদের বাড়ী সংলগ্ন বাগান থেকে সুপারী পারাতে গেলে আমার ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি আমার ভাই প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করে।

যে ঘটনায় পিরোজপুর ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। যে মামলার বাদী আমার বাবা লুৎফর রহমান। সবুজ মীর দৈনিক শতবর্ষ প্রতিনিধিকে বলেন, মামলার আসামী মুন্নি সহ অন্যরা দস্যু প্রকৃতির। তাদের বিরুদ্ধে আমাদের পক্ষথেকে অভিযোগ দেয়া হয়েছে।

মুন্নীর স্বামী আব্বাস একাধিক মাদক মামলার হাজত বাস করেছে। মুন্নির আশ্রয়ে তার স্বজনরা আরো বেপরোয়া। ঘটনার দিন ১৫ অক্টোবর পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আমার ভাইয়ের মামলার শুনানী শেষে এজলাসের সামনের বারান্দার বের হই। তখন আসামীরা চারদিক থেকে ঘিরে ফেলে আমাকে মারধর করে এবং আমার স্বর্ণের আংটি, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় পথচারীরা আমাকে উদ্ধার করে, আইনজীবীদের কামরায় নিয়ে যায়।

আইনজীবী মোঃ নিজামউদ্দিন জানান, একটা অভিযোগ আদালতে দাখিল করা হয়েছে আদালত বিষয়টি তদন্ত করার জন্য পিরোজপুর পিবিআইকে আদেশ দিয়েছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *