পিরোজপুরে কাগজপত্রবিহীন অবৈধ মোটরসাইকেল আটক অভিযান শুরু করেছে আইন-শৃংখলা বাহিনী। সোমবার (১৮ ডিসেম্বর)পিরোজপুর জেলার অতিরিক্ত পুুলিশ সুপার (ক্রাইম) মুকিত হাসান খাঁনের নেতৃত্বে জেলা শহরের সিও অফিস মোড় ও পাড়েরহাট রোড মোড় (পুরাতন বাসষ্ট্যান্ড) এলাকায় বৈধ কাগজপত্র বিহীন, ড্রাইভিং লাইসেন্সহীন ও হেলমেটবিহীন মোটর সাইকেল আটক করা হয়। এদিন বিভিন্ন আইনে ২৫টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ কাগজপত্র বিহীন ২০টি মোটর সাইকেল আটক করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুুলিশ সুপার (ক্রাইম) মুকিত হাসান খাঁন এই প্রতিবেদককে জানিয়েছেন বৈধ কাগজপত্র না থাকায় ২০টি মোটর সাইকেল আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি রক্ষায় পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।