গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পিরোজপুরের স্বরূপকাঠী-বরিশাল বাসস্ট্যান্ড এলাকায় আগুন লেগে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার দুইদিনের মাথায় সোমবার ভোররাতে স্বরূপকাঠী আবেদ আলী হাসপাতালের সামনের বাড়িতে আগুন লাগে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ৯টি বসতঘর। নেছারাবাদ ফায়ার স্টেশনের তথ্য মতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বোলে প্রাথমিক ধারণা।
স্থানীয়রা জানান, হঠাৎ কাসেম আলী সরদারের বাড়ি আগুন দেখতে পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে তাৎক্ষণিক বানারীপাড়া এবং নেছারাবাদ দুইটি ইউনিট যৌথভাবে প্রায় দুই ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে আব্দুল জলিলের বসত ঘর সহ আব্দুল কালাম এর বসত ঘর, আব্দুল মান্নান এর বসত ঘর, জাকির হোসেনের বসত ঘর, নজরুল ইসলাম এর বসত ঘর, শাহানা বেগম এর বসত ঘর, জব্বার এর বসত ঘর, মোহাম্মদ টিটু এর বসত ঘর এবং মোঃ আনোয়ার হোসেনের বসত ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে।
এ ঘটনায় নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব উল্লাহ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অগ্নিকাণ্ডে নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তা সাব-অফিসার মোঃ আঃ সালাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি । বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।