পিরোজপুরের স্বরূপকাঠির বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জাকির হোসেনের রুটির হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে নেছারাবাদ ফায়ার স্টেশনে জানালে তাৎক্ষণিকভাবে নেছারাবাদ এবং বানারীপাড়া দুটো ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৪টি চা ও কনফেকশনারি দোকান, ৩টি চায়ের দোকান, ১টি ফার্মেসি, ২টি হোটেল, ১টি মুদির দোকান, ১টি স্টেশনারি ও ফোন ফ্যাক্স ও ১টি বাস কাউন্টারের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনার পর নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল্লাহ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নেছারাবাদ (স্বরূপকাঠি) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুস সালাম বলেন, খবর পেয়ে আমাদের দুটো ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট এর কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি।