পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ শুরু

দিনাজপুরের পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে। আজ (বুধবার) সকালে পার্বতীপুর উপজেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের (পার্বতীপুর-ফুলবাড়ি) সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ ইসমাঈল এতে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জননেতা মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর প্রমুখ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বতীপুর উপজেলা প্রশাসন এ খেলার আয়োজন করে। টুর্নামেন্টে পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১১ টি দল অংশ নিচ্ছে। আজকের উদ্বোধনী খেলায় ৮নং হাবড়া ইউনিয়ন দল ৬নং মোমিনপুর ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে। পুরো টুর্নামেন্টের ধারাবিবরণীর দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্ব-নাম ধন্য বিশিষ্ট ফুটবল-ক্রিকেট ধারাভাষ্যকার মোঃ খোরশেদ রায়হান। উল্লেখ্য ৪দিন ব্যাপী এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামী ১৪ মে শনিবার বিকেল ৪ টায় একই মাঠে অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *