পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা দায়ের


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের দক্ষিণ গোয়ালগ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সম্রাট বাইন (২২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সম্রাট বাইন উপজেলার ননীক্ষীর ইউনিয়নের দক্ষিণ গোয়ালগ্রাম কৃষ্ণনগরের পাগল বাইনের ছেলে। অভিযোগে জানা গেছে,২১ ফেব্রুয়ারি দুপুরে অভিযুক্ত সম্রাট বাইন প্রতিবেশী ওই শিশুটিকে কৌশলে তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় । এ সময় শিশুটি চিৎকার দিয়ে কান্নাকাটি করলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয় ।পরিস্থিতি বেগতিক দেখে সম্রাট বাইন পালিয়ে যায়। পরে এ নিয়ে দফায় দফায় বৈঠক বসলেও ঘটনার মীমাংসা না হওয়ায় থানায় মামলা করে ভুক্তভোগী শিশুর পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক বসতি গণমাধ্যমকর্মীদের জানান, বিষয়টি বড়ই দুঃখজনক। তারপরেও মীমাংসা করবার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু সমাধান করা সম্ভব হয়নি। মুকসুদপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: আবু বকর মিয়া জানান, ভুক্তভোগী শিশুটির দাদা সুখরঞ্জন কীর্তনীয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন,অভিযুক্ত সম্রাটকে মুকসুদপুর থানা পুলিশ গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বলে জানান।