কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম সিকদার। ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দেন। এ বিষয়ে সেলিম সিকদার বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান আমি দির্ঘদিন বাংলাদেশ আওয়ামিলীগ রাজনীতি করে আসছি আমি বর্তমান পহরডাঙ্গা ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। বিএন পি সরকারের আমলে আমি অনেক মামলা হামলার শিকার হয়েছি এবং আমার দলীয় লোকজন নিয়ে আজ সাধারণ মানুষের মানুষের পাশে থেকে সেবা করে আসছি। আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আসছি, মহামারী করোনা সময় অসহায় মানুষের পাশে মোকাবেলা করেছি। আজ আমি বাংলাদেশ আওয়ামিলীগ মনোনয়ন প্রত্যাশায় করে মনোনয়ন ফরম জমা দিলাম। আশা রাখি আগামী নির্বাচনেবাংলাদেশ আওয়ামীলীগের আমাকে মনোনীত করবেন।