পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার বিপ্লব ১০২৬২ ভোট পেয়ে বিজয়ী
নবগঠিত গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রহী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার বিপ্লব নারিকেল গাছ মার্কায় ১০২৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আবুবক্কর প্রধান নৌকা প্রতিকে ৫৮৬৭ পেয়েছেন।মোট ১৬ টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফলের সমাচার মহিলা মাদ্রাসা নৌকা মার্কা ১৩৭ নারকেল গাছ ১৬৮৬, শিবরামপুর নৌকা মার্কা ৭৫ নারকেল গাছ ৫৩৮, আদর্শ কলেজ নৌকা মার্কা ৬১৭ নারকেল গাছ ৫৫৫, সরকারি কলেজ নৌকা মার্কা ৮৫৫ নারকেল গাছ ৫৭২, ছোট শিমুলতলা নৌকা মার্কা ৩৮২ নারকেল গাছ ১১৫১, বৈরী হরিণমারী নৌকা মার্কা ৫৮৬ নারকেল গাছ ৫৭৩, আমবাড়ি নৌকা মার্কা ৩৪৩ নারকেল গাছ ৫৫১, এস এম পাইলট নৌকা মার্কা ৯৩৮ নারকেল গাছ ৬৬৭, নুরপুর বঙ্গবন্ধু নৌকা মার্কা ২০৯ নারকেল গাছ ২১২, সেই গ্রাম নৌকা মার্কা ১২৫ নারকেল গাছ ৬১১, হরিণমারী ২ নৌকা মার্কা ৩১২ নারকেল গাছ ৬০১, মহেশপুর নৌকা মার্কা ৩৫৭ নারকেল গাছ ৬৬৫, উদয় সাগর নৌকা মার্কা ২৩৭ নারিকেল গাছ ৮৯৬, বাড়াই পাড়া নৌকা মার্কা ২৯৪ নারকেল গাছ ৩৯৮, শিমুলিয়া নৌকা মার্কা ৩৮১ নারকেল গাছ ৬১৭ ও সর্বশেষ সেন্টার হরিণমারী নৌকা মার্কা ৩১২ নারকেল গাছ মার্কা৬০১ । সর্বমোট নৌকা মার্কা ভোট পেয়েছেন ৫৮৬৭ ও নারকেল গাছ মার্কা ভোট পেয়েছেন ১০২৬২পেয়েছেন।