পরিসমাপ্ত হলো পাটগাতী বাজার বণিক সমিতি নির্বাচন, চূড়ান্ত ফলাফল ঘোষণা


আজ (২৭ সেপ্টেম্বর) রবিবার অনুষ্ঠিত হলো জাতির জনকের স্মৃতি ধন্য টুঙ্গিপাড়ার পাটগাতি বাজার বণিক সমিতি নির্বাচন ২০২০-২০২৩ অর্থ বছর। নির্বাচনে মোট প্রার্থী ২৭ জন এবং মোট ভোটার সংখ্যা ৪০৬ জন। প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৪ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ২ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন, কোষাদক্ষ্য পদে ২ জন, প্রচার সম্পাদক ২ জন, ক্রিড়া সম্পাদক ৩ জন, কার্যনির্বাহি সদস্য ৫ জন এবং ভোটারদের মধ্যে পুরুষ ৪০০ জন, মহিলা ৬ জন।
সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত চলমান ছিল ভোট সংগ্রহের কাজ। চূড়ান্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ১৮০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মাহাবুবুর রহমান, ১০৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে আবু দাউদ শেখ, ৫৩ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে মোঃ ইমদাদ হোসেন মোল্লা, ৩৫ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করে মোঃ মোস্তাফা মোল্লা। সাধারণত সম্পাদক পদে ২০৬ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে মাইনুল ইসলাম অপু, ১৩৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে মোঃ সেলিম শরিফ। সহ-সভাপতি পদে ১৩৩ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে ইমরান মুন্সি, ১০৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে গোবিন্দ সাহা, ৯৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে জিহাদুল ইসলাম বাবু, ৪৭ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করে সুশান্ত সরকার। সাংগঠনিক সম্পাদক পদে ১৬১ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে মোঃ জাহাঙ্গীর আলম, ১৩৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে লিটু সাহা, ৮৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে রাজু খান। প্রচার সম্পাদক পদে ২৬৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে রবিউল ইসলাম, ১০৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সাদ্দাম শেখ।
ক্রিয়া বিষয়ক সম্পাদক পদে ১৬৩ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে মোঃ মুকুল শেখ, ১১১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে আরিফুল ইসলাম, ১১০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে মনিরুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে ২৪৪ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে মোঃ মাহ্ফুজুর রহমান, ১৪৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে পলাশ সাহা।
উক্ত নির্বাচনে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান এর সহযোগিতায় ৫ সদস্যের নির্বাচন পর্যবেক্ষণ কমিটি রাখা হয়েছিল। নির্বাচনটি মোট ৭ রঙের ব্যালট পেপার দ্বারা পরিচালিত হয়। ভোট চলাকালীন নির্বাচনী এলাকা ছিলো উৎসব মুখর। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচন স্থলে মোতায়েন করা হয় পুলিশ ও গ্রাম প্রতিরক্ষা বাহীনি।