মুসলিম সম্প্রদায়ের মধ্যে সবচাইতে বড় খুশির বার্তা নিয়ে ধনী গরীবের মধ্যে আনন্দের বন্যা নিয়ে আসে পবিত্র ঈদ উল আযহা। কিন্তু বর্তমানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির জন্য এই বছরের ঈদ যেন আকাশের মেঘের মত।কিছুটা কালো অন্ধকার।যেন মেঘ বৃষ্টির খেলা।এর মধ্যে রয়েছে হাজার হাজার ছিন্নমূল মানুষ ও পথশিশুদের ঈদের আহাজারি ।
নেই একমুঠো ভাতের ব্যবস্থা, নেই একটি নতুন জামা তবুও ঈদ বলে কথা।পথশিশুরা ও জানে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু যাদের ঘর নেই, বাড়ি নেই, থাকার কোন জায়গা নেই; তাদের ঈদ আনন্দ কী অন্য সবারমত? না, ঈদ আসে, ঈদ যায়, কিন্তুু সেই ঈদ কখনই তাদের জন্য উৎসব হয়ে ওঠেনা। ছিন্নমূলমানুষ ও পথশিশুদের না খেয়ে খুশি থাকে সবসময়। আজ পবিত্র ঈদ উল আযহা'র দ্বিতীয় দিন। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে নওগাঁর আত্রাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন "ছায়াপথ"এর উদ্যোগে ছিন্নমূল মানুষ ও পথশিশুদের দুপুরের খাবারের আয়োজন করা হয়।
ছিন্নমূলমানুষ ও পথশিশু হলেও ওরা মানুষ,এই সভ্য সমাজে।অর্ধাহারে অনাহারে থেকে ওরা খাচ্ছে যেন অনেক দিন পরে মনে প্রশান্তি নিয়ে।ওরা ঈদ আনন্দে মেতেছে,ওরা উচ্ছ্বসিত ওরা প্রাণবন্ত। এমনই খাবার প্রতিনিয়ত আসা করে ওরা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।শিশুরা নিস্পাপ,ওরা জানে না ওদের ঠিকানা ওরা জানেনা ওদের ভবিষ্যৎ। পথেয় হয়তো জন্ম তাই নাম দেওয়া হয়েছে পথশিশু।তারা রোদে শুকায়, আবার বৃষ্টি হলে ভিজে। ঈদ আনন্দ কী তা তারা বলতেই পারেনা। এরকম অসংখ্য ছিন্নমূলমানুষ ও শিশুর ঈদ পথেই কেটে যায়, সবসময় ঈদের কোন আনন্দ তাদের স্পর্শ করতে পারেনা।
ঈদের আনন্দ যে ছিন্নমূলমানুষ ও শিশুদেরই ঘিরে, সেটা শুধু স্বচ্ছল- বিত্তবানদের মাঝেই দেখা যায়। তবে অন্য সব ছিন্নমূলমানুষ ও শিশুর মত ছিন্নমূল মানুষ ও পথ শিশুরাও ঈদের অনন্দ-উৎসব উপভোগ করবে, আর ফিরে পাবে স্বাভাবিক জীবন-এমন প্রত্যাশ আমাদের সবার।ধনী, গরীব, দিনমজুর, ছিন্নমূলমানুষ ও পথশিশুদের সবার জীবনে হাসিখুশি ভাবে ভরে উঠুক ঈদ উল আযহা এর আনন্দ।
আমরা সাধারণ মানুষ কিছুটা হলেও খেতে পারি কিন্তু ছিন্নমূলমানুষ ও পথশিশুদের কোনো খাবারের ব্যবস্থা নেই,নেই একটি নতুন জামা।আমরা বিত্তশালী যারা আছি তাদের সকলের কাছে বিশেষ অনুরোধ আপনারা কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করে ছিন্নমূলমানুষ ও পথশিশুদের মুখে হাসি ফোঁটাতে চেষ্টা করুন।যাতে করে ছিন্নমূলমানুষ ও পথশিশুরা ঈদ সহ সকল আনন্দ উপভোগ করতে পারে। ।ঈদ মোবারক।