সিয়াম সাধনার মাস রমজান, আর এই রমজান মাসের পরেই খুশি ঈদ৷ এই খুশির ঈদে সকল পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন আলহাজ্ব আবু তৌহিদ৷ তিনি বলেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ৷ রমজানের এই মাসে সকল মানুষের কল্যানে প্রতিটি মানুষের ঘরে ফিরে আসুক সুখ ও শান্তির ছোয়া৷ মহান আল্লাহ তায়ালা সকলের গূনাহ মাফ করে দীনের রাস্তায় চলতে সাহায্য করুক৷ মরামারী করোনা ভাইরাসের কারণে দেশ আজ আত্তহারা হয়েছে৷ মানুষের মনে শান্তি নেই, বিরাজ করছে অশান্তি৷দূরত্ব বজায় চলতে হবে মানুষকে বাধ্যতামূলক মাক্স ব্যবহার করতে হবে তবুও রমজানের এই পবিত্র মাসে সকল অশান্তির অবসান ঘটিয়ে পৃথিবী আবার শান্ত হয়ে সকলের মনে সুখ ফিরে আসবে৷এই আশা ও প্রত্যাশায় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু শুভ কামনা করেন৷ সকল পেশার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা৷ প্রিয়জনদের সাথে আনন্দে কাটুক সকলের ঈদ৷ সকলকে জানান ঈদ মোবারক, সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি।