পবিএ রমজানকে স্বাগত জানিয়ে বরিশাল নগরীতে র‌্যালি

আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশাল মহানগরীতে র‍্যালি বের করেছে বরিশাল মহানগর মুছলিহীন ও এর অঙ্গসংগঠন। শুক্রবার ১লা এপ্রিল বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রবিন্দু অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে ধর্মপ্রান মুসুল্লিদের এই র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। মহানগর মুছলিহীন সংগঠনের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের নেতৃত্বে এই র‌্যালীটির আয়োজন করা হয় এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই র‌্যালীটিতে অংশ নেন।
উক্ত র‌্যালীটি প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় পর্যায়ের যুগ্ম-সাধারণ সম্পাদক হযরত মাওলানা গাজী মোঃ শহিদুল ইসলাম,বিশেষ অতিথি কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা ড: আবু বকর ছিদ্দিক, পরিচালক খানকায়ে মুছলিহীন হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দিন রব্বানীসহ সন্মানিক ব্যক্তিগন উপস্থিত ছিলেন। র‌্যালিটি শুরুর পূর্বে সমাবেশে বক্তরা বলেন, দুনিয়ার মানুষের কল্যাণ ও সুন্নতের ন্যায় প্রতিবছর পবিএ মাহে রমজানের আগমন ঘটে এবং রহমত-মাগফিরাত ও নাজাতের মাস এটি। পবিএ রমজানের রোজা “ধনীর মনে গবিবের ক্ষুধার জ্বালা যেমন অনুভব করায়-তেমনি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানবতার খেদমতের শিক্ষা দেয়”।
আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সব ধরনের অশ্লীলতা পরিহার করার আহ্বানও জানান বক্তারা। এছাড়া জেলা মুছলিহীন, জেলা ও মহানগর যুব মুছলিহীন, জেলা ও মহানগর ছাত্র মুছলিহীন ও ৩০টি ওয়ার্ডের মুছলিহীনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই সমাবেশ ও র‌্যালীতে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *