পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

ঢাকা রেঞ্জে কর্মরত মোহাম্মদ নাজমুর রায়হান (স্টাফ অফিসার টু ডিআইজি)-এর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় বুধবার (২৬ অক্টোবর) বিকালে আনুষ্ঠানিকভাবে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময়ে ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাজমুর রহমানের সহধর্মিণী উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *