পত্রিকার হকারদের নিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো দৈনিক আমাদের কন্ঠের পিরোজপুর অফিস।
২ মার্চ আমাদের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে ব্যতিক্রমধর্মী এক আয়োজন করেন পিরোজপুর জেলা প্রতিনিধি অমিত হাওলাদার এবং স্টাফ রিপোর্টার জুবায়ের আল মামুন।
সন্ধ্যা -৭ টায় শহরের স্টার হোটেলে পত্রিকার হকারদের নিয়ে কেক কাটে নৈশ ভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয়। এসময় হকারদের মধ্য থেকে সাইদুল ইসলাম টুটুল বলেন, এর পূর্বে আমাদের কেউ এভাবে আপ্যায়ন করেনি আমরা প্রত্রিকা নিয়ে পাঠকের কাছে যাই আমাদের কেউ খোঁজ নেয় না। করোনা মহামারিতে আমাদের হকারদের এমনিতে করুন অবস্থা সরকার থেকে আমাদের একটু খেয়াল রাখার অনুরোধ করছি। সাংবাদিক মোঃ নুর উদ্দিন বলেন, জাতীয় দৈনিক আমাদের কন্ঠ সুন্দর এই আয়োজন করেছে যা প্রশংসার দাবি রাখে এখানে দেখলাম পত্রিকার হকারদের নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে তাদের মধ্য থেকে কেট কাটা হচ্ছে। আসলে ইচ্ছে করলে এই শ্রেণীর মানুষগুলোকে আমরা সম্মানিত করতে পারি। সরকার এদের সাহায্য সহযোগিতা করলে সংবাদপত্র শিল্পের উন্নতি হবে।
মানবাধিকার নেতা নুরুল্লাহ আল-আমীন বলেন দৈনিক আমাদের কন্ঠ পত্রিকাটি ১৫ বছর পদার্পন অনুষ্ঠানে এসে আমার ভাল লাগছে এখানে সন্মানিত অতিথি যারা কেকে কেটেছেন তারা সবাই হকার পেশায় জড়িত তারা পত্রিকার একটা বড় অংশ তাদের সম্মানিত করে আমাদের কন্ঠ পিরোজপুর অফিস ভাল একটি কাজ করেছে। আমি আমাদের কন্ঠ পরিবারের সার্বিক উন্নতি কামনা করি। অনুষ্ঠানে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। রাতে তাদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।