প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২২, ১২:২০ পূর্বাহ্ণ
পটুয়াখালীর মহিপুর থানার অফিসার ইনচার্জের জোর তৎপরতায় চোরাই মালসহ ০১ জন গ্রেফতার।
জনৈক ফজলুল হক মিল্টন (৪৩), পিতা-মৃত অহিদুর রহমান, মাতা-মনসুরা বেগম, সাং-নবীপুর, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, এ/পি-মহিপুর,ওয়ার্ড নং-০৬, থানা-মহিপুর,জেলা-পটুয়াখালী মহিপুর থানাধীন মহিপুর বাজারস্থ নতুন বাজার মুন ইলেকট্রনিক্স এন্ড টেলিকম এর স্বত্তাধিকারী।সে গত ২৪-০১-২০২২ খ্রিঃ তারিখ তার নিজ বাসায় অবস্থানকালীন সময়ে হঠাৎ তার পাশ্ববর্তী দোকানদার এর মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারেন চোর/চোরেরা তার ব্যবসা প্রতিষ্ঠানের সার্টারের তালা ভেঙ্গে সার্টার খুলিয়া ভিতরে প্রবেশ করিয়াছে। জনৈক ফজলুল হক মিল্টন তার নিজ দোকান/প্রতিষ্ঠানের চলমান চুরির বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষনিক পটুয়াখালী জেলার মহিপুর থানা পুলিশকে মুঠো ফোনের মাধ্যমে অবগত করিলে তাৎক্ষণিকভাবে জনাব খোন্দকার মোঃ আবুল খায়ের, অফিসার ইনচার্জ, মহিপুর থানা, পটুয়াখালী জেলা এর নির্দেশক্রমে এস.আই মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে সর্বদা প্রস্তুতরত কুইক রেসপন্স একটি টিমের স্বমন্বয়ে সংবাদ প্রাপ্তীর সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দোকানের মধ্যে থেকে অভিযুক্ত মোঃ বায়েজীদ হাওলাদার (২০), পিতা-মোঃ রফিক হাওলাদার, সাং-পুরান মহিপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে নিন্মে বর্নিত মালামাল সহ গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ- ১। ০১(এক) টি OPPO A95 মোবাইল সেট, মূল্য ২২,৯৯০/- টাকা;২। ০১(এক) টি OPPO A16 মোবাইল সেট, মূল্য ১৪,৯৯০/- টাকা;৩। ০১(এক) টি VIVO Y21 মোবাইল সেট, মূল্য ১৪,৯৯০/- টাকা;৪। ০১(এক) টি Itel-700 মোবাইল সেট, মূল্য ১,৪০০/- টাকা;৫। ০১(এক) টি Itel-410 মোবাইল সেট, মূল্য ১,৩৫০/- টাকা;৬। ০৫(পাঁচ) টি OPPO মডেল নং-A16,F19,F19 PRO, A16, A95 ডেমো মোবাইল সেট, মোট মূল্য ৭,৫০০/- টাকা। ঘটনাস্থল হতে উদ্ধারকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬৩,২২০/- (তেষট্টি হাজার দুইশত বিশ) টাকা। উক্ত আসামীর বিরুদ্ধে মহিপুর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে সুএে জানানো হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত