নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জরুরি সভা

এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক জরুরি সভা নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে (ভাসানী ভবনে) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবীসহ কমিটির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ সিটিতে নির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু জানান, সভায় ৩ এপ্রিল আদালতে একটি মামলায় ঢাকা মহানগর মুগদা এলাকার সাতজন কর্মীকে সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। অবিলম্বে সাজা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়। পবিত্র রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম হতাশা ব্যক্ত করে অবিলম্বে দ্রব্যমূল্যের লাগাম টানার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সেইসঙ্গে সভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবি করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *