নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ প্রধানের এক বছরপূর্তি উপলক্ষে ও আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুলিশের আইজিপি হিসেবে ডক্টর বেনজীর আহমেদের (বিপিএম-বার) চাকুরি জীবনের এক বছরপূর্তি উপলক্ষে নড়াইলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

এছাড়া উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহাগসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশ প্রধান ডক্টর বেনজীর আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের কথা বিশেষ ভাবে স্মরণ করেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া পুলিশের বিভিন্ন ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করেন বক্তারা। এদিকে, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নড়াইল সদর থানার ওসি, কালিয়া ওসিসহ ডিবি পুলিশের নড়াইল সদর, লোহাগড়া, নড়াগাতি ও টেকনিক্যাল টিমকে পুরস্কৃত করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *