নড়াইল আইনজীবী সমিতি নির্বাচনে সদস্য পদে তৃতীয়বারে নির্বাচিত হলেন অ্যাড: রাকিব

 নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্য্যনির্বাহী পরিষদের সদস্য পদে তৃতীয়বারে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রাকিব হাসান।সোমবার (৩১ জানুয়ারি) সভাপতি পদসহ অন্যান্য পদে নির্বাচনের পর বিকেলে রাকিবকে সদস্য পদে নির্বাচিত বলে ঘোষনা করেন জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচন কমিশনার প্রবীণ অ্যাডভোকেট শেখ নূর মোহাম্মদ।নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক তরুণ আইনজীবী রাকিব হাসান ২০১৫ সালে বার কাউন্সিলের তালিকাভূক্ত হয়ে ২৫বছর বয়সে নড়াইল বারের সদস্য হয়ে আইন পেশায় যোগ দেন।সততা ও নিষ্ঠার কারণে অল্পদিনে তিনি আইন পেশায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।বর্তমানে তিনি প্রায় ১হাজার ফৌজদারি মামলা পরিচালনা করছেন।অ্যাডভোকেট রাকিব হাসান ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) এলএল.এম সম্পন্ন করেছেন। উজ্জ্বল রায় নড়াইল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *