নড়াইলে ২ হাজার ২৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া বাজার এলাকা থেকে ২ হাজার ২৮০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গ্রেপ্তারকৃত দু’জন মাদক ব্যবসায়ীকে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজার সংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পাংখারচর গ্রামের শহিদুল সর্দারের ছেলে রুবেল সর্দার (৩২) ও মৃতঃ বাবুল সর্দারের ছেলে শাহীন সরদারকে (৪৫) গ্রেফতার করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের শয়ন কক্ষের তোষকের নিচ থেকে ২ হাজার ২৮০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৮০ হাজার টাকা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রবিবার (১০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *