নড়াইলে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে বাজার পরিদর্শন করলেন: এসপি প্রবীর কুমার রায়
নড়াইলের মার্কেটগুলিতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি না তা নিশ্চিতকল্পে বাজার পরিদর্শন করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। বিকালে সরেজমিনে তিনি ঘুরে ঘুরে মার্কেট, দোকান, বিপনী, শপিং মলসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় কোভিড-১৯ এর কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার জন্য মার্কেটে আগত জনগণসহ দোকানীদের নির্দেশনা প্রদান করেন।